আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে...
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন। রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, ভারতের বর্তমান সরকার একটি নতুন আইন পাস করেছে, যার মাধ্যমে মুসলমানদের ‘ওয়াক্ফ’ সম্পত্তি ব্যবস্থাপনায় অমুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে এসব ধর্মীয় সম্পত্তিতে সরকারের সরাসরি নিয়ন্ত্রণের পথও উন্মুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আসিফ নজরুলের আশঙ্কা, এই নতুন আইনের অপব্যবহার করে বহু পুরনো মসজিদসহ ঐতিহাসিক মুসলিম সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, “যেখানে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের স্থান নেই, সেখানে ওয়াক্ফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন?”
পোস্টে তিনি আরও লিখেছেন, এই পদক্ষেপ ভারতের সংখ্যালঘু, বিশেষত মুসলমানদের ওপর ক্রমাগত বৈষম্য ও নিপীড়নের আরেকটি উদাহরণ হয়ে থাকবে।
ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে আসিফ নজরুল মন্তব্য করেন, “যাঁরা ভারতে এই ধরনের আইন করছে, তারাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ তোলে বারবার।”
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"