Page Nav

HIDE

Breaking News:

latest

আইন মন্ত্রণালয়ে নিয়োগ, ৬ পদে নেবে ৩৮ জন

  লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে জনবল নিয়োগ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে রাজস্বখাতে জনবল নিয়োগের জন্য বি...

 

আইন মন্ত্রণালয়ে নিয়োগ, ৬ পদে নেবে ৩৮ জন

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে জনবল নিয়োগ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে রাজস্বখাতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয়টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে যে কেউ এসব পদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর তারিখ: ২৫ মার্চ ২০২৫
আবেদন শেষ তারিখ: ৬ এপ্রিল ২০২৫

পদের তালিকা ও সংখ্যা

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৬ জন
2. কম্পিউটার অপারেটর: ৫ জন
3. ক্যাশিয়ার: ১ জন
4. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১ জন
5. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ৩ জন
6. অফিস সহায়ক: ১২ জন

বয়সসীমা

  • প্রার্থীদের বয়স ১ মার্চ ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
  • বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।
  • বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।


PDF: Cicular 

আবেদন ফি

  • পদ ১-৫: ১১২ টাকা
  • পদ ৬: ৫৬ টাকা

যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।







সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "