Page Nav

HIDE

Breaking News:

latest

রোজার সম্ভাব্য তারিখ জানাল আরব-আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

  মধ্যপ্রাচ্যে শাবান মাসের শুরু হতে পারে আগামী ৩১ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাট...

 

রোজার সম্ভাব্য তারিখ জানাল আরব-আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র


মধ্যপ্রাচ্যে শাবান মাসের শুরু হতে পারে আগামী ৩১ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এ তথ্য জানিয়েছে। তাদের জ্যোতির্বিদ্যা হিসাব অনুযায়ী, ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে। 


গবেষকদের মতে, মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১ মার্চ থেকে। এ তথ্য গালফ নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।  


আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, "২৯ জানুয়ারি বুধবার হবে ১৪৪৬ হিজরির রজব মাসের ২৯তম দিন। তবে ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে। ফলে রজব মাসটি ৩০ দিন পূর্ণ হবে, এবং ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।"  


সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা যাবে দক্ষিণ ইউরোপ, আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অঞ্চলে। ফলে যেসব দেশে ওইদিন ২৯ রজব হবে, সেখানেও ৩১ জানুয়ারি শাবান মাস শুরু হবে। এ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "