Page Nav

HIDE

Breaking News:

latest

বাবা-মা হিসাবে শিশুর মনোবল বাড়াবেন কীভাবে?

  সন্তান যেকোন বাবা-মায়ের জন্যই অমূল্য। সব বাবা-মায়েরই চেষ্টা থাকে নিজ নিজ সন্তানকে ঠিক মতো লালন পালন করার। সে ক্ষেত্রে কিছু টিপস মাথায় রাখত...

 

বাবা-মা হিসাবে শিশুর মনোবল বাড়াবেন কীভাবে?

সন্তান যেকোন বাবা-মায়ের জন্যই অমূল্য। সব বাবা-মায়েরই চেষ্টা থাকে নিজ নিজ সন্তানকে ঠিক মতো লালন পালন করার। সে ক্ষেত্রে কিছু টিপস মাথায় রাখতে পারেন। যেমন-


১.বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে সন্তানকে যুক্ত করুন। ভাষা, সংস্কৃতির সঙ্গে পরিচয় করান, শিশুকে উদ্বুদ্ধ করুন।


২. শৈশব থেকেই শিশুর বইয়ের প্রতি ভালবাসা জন্মাতে সাহায্য করুন। বিভিন্ন বই পড়ে শোনান। এতে শিশুর শব্দ ও ভাষার দখল বাড়বে। 


৩. পরিবেশ, প্রকৃতি, জাতীয় ফুল, জাতীয় ফল, এমন সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর মজার ছলে আলোচনা করুন শিশুর সঙ্গে। এই উপায়ে ধীরে ধীরে মিশে যান সন্তানের সঙ্গে। ওর মন বোঝার চেষ্টা করুন।


৪.শিশু যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সেদিকে খেয়াল রাখুন। এতে তার মানসিক চাপ কমবে। 

৫. শিশুকে যতটা সম্ভব টিভি, মোবাইল দূরে রাখুন। নিজে সময় দিন। মাঠে খেলাধুলোয় আগ্রহ বাড়ানোর চেষ্টা করুন বাচ্চার।


৬. ছোট থেকে বড়দের সম্মান করতে জানা, ছোটদের ভালবাসতে জানা এই বিষয়গুলো শেখানো উচিত। বাবা-মাকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। 


৭. বাচ্চাকে নিয়ে সময় কাটান। পার্কে, মাঠে প্রতিদিন নিয়ম করে হাঁটুন। তাতে শিশুর মধ্যেও হাঁটার অভ্যাস হবে। কথা বলুন, গল্প করুন। 






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "