Page Nav

HIDE

Breaking News:

latest

সমালোচনার মুখে পড়েন জেফার,এবার মুখ খুললেন

  সম্প্রতি বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে গান পরিবেশন করে বিতর্কের মুখে পড়েন জেফার রহমান। অনেকেই অভিয...

 


সম্প্রতি বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে গান পরিবেশন করে বিতর্কের মুখে পড়েন জেফার রহমান। অনেকেই অভিযোগ তুলেছেন, ওই দিন গানের চেয়ে নাচে বেশি মনোযোগ দিয়েছিলেন তিনি।  


তাছাড়া, গানে সরাসরি কণ্ঠ না দিয়ে লিপসিং করায় তার পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এসব আলোচনা ও বিতর্কের প্রেক্ষিতে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন জেফার রহমান।


সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের কাজ এবং সমালোচনার প্রসঙ্গে মুখ খোলেন জেফার রহমান। বিশেষ করে লিপসিং নিয়ে চলমান বিতর্কে তার বক্তব্য উঠে আসে। জেফার বলেন, "সমালোচনা সবসময় থাকবে। আমরা যেহেতু পাবলিক ফিগার, এটা এড়ানো সম্ভব নয়। তবে আমি দীর্ঘদিন ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি। যারা আমাকে চেনেন এবং জানেন আমি কী ধরনের গান করি, তারা বিষয়টি ভালোভাবেই বোঝেন। সমালোচনায় আমি খুব একটা মন দিই না।"


তিনি আরও বলেন, "আমি ইউটিউব থেকে শুরু করেছি। শুরুতে ইংরেজি গান গাইতাম। খালি গলায় গাওয়া আমার অনেক গান ইউটিউবে রয়েছে। সেগুলো আমার কাছে যেমন আছে, তেমনি আপনাদের কাছেও সহজেই পাওয়া যাবে।


লিপসিং নিয়ে সমালোচনার বিষয়ে জেফার বলেন, "আমি একজন পপ আর্টিস্ট, এবং আমাদের পারফরম্যান্সে লাইভ এবং ট্র্যাক একসঙ্গে মিশিয়ে কাজ করতে হয়। কারণ, আমাদের গানগুলো এভাবেই পরিচিত। এর মানে এই নয় যে, আমি গাইছি না। আমি গাইছি, আমার ট্র্যাকও চলছে, আর আমার লাইভ ব্যান্ডও রয়েছে। এটা মানুষদের বোঝা উচিত বলে আমি মনে করি।"


তিনি আরও যোগ করেন, "তালির দাবিই তো থাকা উচিত, যদি আমি লিপসিং করেই এতদূর পৌঁছাতে পারি, তাই না?






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "