চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেত্রীকে, যিনি পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ...
চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেত্রীকে, যিনি পুলিশের হাত থেকে বাঁচতে ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পরে পুলিশ ওই ট্যাংক থেকে তাকে উদ্ধার করে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ওই নেত্রীর নাম নাজনীন সরওয়ার কাবেরী। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেফতার করে। নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন।
সিএমপির উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা জানিয়েছেন, কক্সবাজার পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি কক্সবাজারেই রয়েছে, তাই রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে, বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করায় তিনি বেশ আলোচিত ও সমালোচিত ছিলেন। তার এসব ভিডিও ফেসবুকে ভাইরাল হতো। এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের একাধিক আসন থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"