Page Nav

HIDE

Breaking News:

latest

৪০ ভাগ শুল্ক প্রত্যাহার করলো ভারত, দাম কমবে পেঁয়াজের

  ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের ঘাটতি ও মূল্য বৃদ্ধির অজুহাতে দেশটি পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে ৪ মাস ৯ দিন পর সেই শ...

 

৪০ ভাগ শুল্ক প্রত্যাহার করলো ভারত, দাম কমবে পেঁয়াজের

ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের ঘাটতি ও মূল্য বৃদ্ধির অজুহাতে দেশটি পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে ৪ মাস ৯ দিন পর সেই শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত, যা বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে সহায়ক হবে বলে আশা করছেন আমদানিকারকরা।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয় যে, পেঁয়াজ রফতানির ওপর থাকা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশি আমদানিকারকদের কাছে ওই বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে, যা নিশ্চিত করেছে দেশটির ব্যবসায়ীরা। আমদানিকারকদের মতে, এই পদক্ষেপের ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল হবে।


হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম ও মামুনুর রশীদ জানান, ভারতের বাজারে পেঁয়াজের সংকটের কারণে গত বছর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ রেখেছিল। যদিও এ বছরের ৪ মে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, তবুও ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে আমদানিকারকরা ভারত থেকে কম পরিমাণে পেঁয়াজ আনতে শুরু করেন, যার প্রভাব পড়ে বাংলাদেশের বাজারে। শুল্ক পরিশোধ করে আনা পেঁয়াজের কারণে দাম ছিল ঊর্ধ্বমুখী। এর ফলে আমদানিকারকরা মিশর, পাকিস্তানসহ অন্যান্য দেশের দিকে ঝুঁকতে বাধ্য হন এবং ভারতীয় পেঁয়াজ আমদানির হার কমে যায়।


সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে ভারত শুল্ক তুলে নিতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় সেই শুল্ক প্রত্যাহারের খবরটি নিশ্চিত করে ভারতীয় রফতানিকারকরা। তারা জানান, শুল্ক প্রত্যাহার কার্যকর হবে রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে। এতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়বে এবং বাংলাদেশের বাজারেও পেঁয়াজের দাম কমবে বলে আশাবাদী আমদানিকারকরা।


উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ভারত রফতানির মূল্য ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে। এরপর ডিসেম্বর মাসে বন্যার কারণে উৎপাদন কমে যাওয়ায় ৩১ মার্চ পর্যন্ত রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয় ভারত। পরবর্তীতে, ২৩ মার্চ রফতানি নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। যদিও ৪ মে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, ৪০ শতাংশ শুল্ক আরোপিত ছিল। এখন সেই শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যা বাংলাদেশের পেঁয়াজ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "