Page Nav

HIDE

Breaking News:

latest

৫ দফা দাবিতে যুক্তরাজ্যভিত্তিক ‘জিবিএএইচআরে’র সংবাদ সম্মেলন

  সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের ফলে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল বা...

 

৫ দফা দাবিতে যুক্তরাজ্যভিত্তিক ‘জিবিএএইচআরে’র সংবাদ সম্মেলন

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের ফলে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউমান রাইটস (জিবিএএইচআর) পাঁচ দফা দাবিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।


বুধবার (১৪ আগস্ট) পূর্ব লন্ডনের ‘জিবিএএইচআর’ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অতিথি বক্তা হিসেবে বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান ও মিসেস তালেয়া রেহমান উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্য পাঠ করেন জিবিএএইচআরের আহ্বায়ক এবং সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। এতে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।


সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় অনুপ চেটিয়া ও অন্যান্য বন্দী বিনিময়ের উদাহরণ তুলে ধরে, ছাত্র হত্যাকাণ্ডের বিচারে ভারত সরকারের সহায়তা কামনা করা হয়। এছাড়া, দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।


পাঁচটি মূল দাবি তুলে ধরা হলো:


১. দ্বিতীয় মুক্তিযুদ্ধে শহীদ সকল ব্যক্তিকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতদের জন্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।


২. সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আন্তর্জাতিক মানবতাবিরোধী আদালতে অবিলম্বে বিচার শুরু করা।


৩. গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে আটক সব রাজবন্দীর মুক্তি এবং দেশত্যাগে বাধ্য হওয়া লেখক, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয় উদ্যোগে দেশে ফেরানোর ব্যবস্থা এবং তাদের ক্ষতিপূরণ প্রদান।


৪. আগামী এক বছরের মধ্যে দেড় কোটি প্রবাসীর এনআইডি ও ভোটাধিকার নিশ্চিত করা এবং পরবর্তী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দেওয়া।


৫. মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণা, কনভেনশন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন।


এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির হাসান শিশির, সিনিয়র ফেলো শেখ আখলাক আহমেদ, রাকেশ রহমান, এবং হাসনাত আরিয়ান খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "