কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। জনপ্রিয় নির্মাতা, চলচ্চিত্রশিল্পী, অভি...
অভিনেত্রী লিখেছেন, "আমরা কি অবিশ্বাস, অনাস্থা, ও ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব? দিশাহীন, বোধহীন, হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ হয়ে আছি সপ্তাহের পর সপ্তাহ! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এই ধূসর যাত্রায় আমরা রক্তাক্ত একাকী পথ হাঁটছি, কেমন অমানিশা নেমে এলো আমাদের জীবনে? কেমন করে পথ চলব আমরা? কেমন করে?"
"প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে। এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!" লিখেছেন জয়া।
শান্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে জয়া শেষে লিখেন, "হে ঈশ্বর, আলো দাও সকলের হৃদয়ে। সকল ঘৃণা ও ক্রোধ ধুয়ে যাক আলোর বন্যায় ও ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় ও কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"