কানাডায় সপরিবারে সাফারি পার্কে ঘুরছেন সাকিব। ছবি: ইনস্টাগ্রাম গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে সাকিব আল হাসান এখন কানাডায় আছেন। আজ টরন্টোতে ...
|
কানাডায় সপরিবারে সাফারি পার্কে ঘুরছেন সাকিব। ছবি: ইনস্টাগ্রাম |
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে সাকিব আল হাসান এখন কানাডায় আছেন। আজ টরন্টোতে স্ত্রী এবং সন্তানদের নিয়ে সাফারি পার্কে ঘুরতে গেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। সাকিবের স্ত্রী শিশির ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভ্রমণের একাধিক ছবি শেয়ার করেছেন।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, সাকিব তার ছেলেকে নিয়ে চালকের আসনে বসে পোজ দিচ্ছেন। শিশির ছবির ক্যাপশনে লিখেছেন, "টরন্টোতে দারুণ দিন কেটেছে।" স্টোরিতে জিরাফ, জেব্রা সহ বিভিন্ন প্রাণীর ছবিও রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল পুরো দেশ। শিক্ষার্থীরা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে কোটা সংস্কারের দাবিতে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং সংগীত শিল্পীরা। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাও চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন। তবে সাকিব আল হাসান এখনও নীরব আছেন, যা নিয়ে তার ভক্ত-সমর্থকরা ক্ষুব্ধ।
দু'দিন আগেই কানাডায় এক ভক্তের তোপের মুখে পড়েন সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ সাকিবকে চলমান আন্দোলন নিয়ে প্রশ্ন করেন। কিছুটা ক্ষোভের সুরে তিনি জানতে চান, এই অস্থিরতায় সাকিব কেন নীরব। সাকিব সরাসরি উত্তর না দিয়ে কিছুটা বিরক্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন করেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’