Page Nav

HIDE

Breaking News:

latest

অভিনেত্রী নওশাবা ২১ দিন আয়নাঘরে কেমন ছিলেন?

  ২০১৮ সালের ঘটনা। রাজধানী উত্তাল ছিল নিরাপদ সড়কের দাবিতে, আর সেই আন্দোলনে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় সরকারবিরোধী একটি পোস্ট ক...

 

অভিনেত্রী নওশাবা ২১ দিন আয়নাঘরে কেমন ছিলেন?

২০১৮ সালের ঘটনা। রাজধানী উত্তাল ছিল নিরাপদ সড়কের দাবিতে, আর সেই আন্দোলনে অংশ নেয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় সরকারবিরোধী একটি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।


নওশাবার গ্রেপ্তার ও তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সে সময় বেশ আলোচিত ছিল। তবে অনেকেই তার ব্যাপারে কথা বললেও, সত্যিকার অর্থে পাশে দাঁড়াননি কেউই। 


নওশাবার ব্যক্তি জীবন, সামাজিক অবস্থান, এমনকি মানসিক-শারীরিক পরিস্থিতি কেমন ছিল, সে সম্পর্কে খুব কম মানুষই জানেন। কারণ তিনি এ বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি।


জেল থেকে ফিরে নওশাবা নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছেন। কিন্তু ২০১৮ সালের সেই ঘটনার কারণে তার মনে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল, তা কাউকে না জানিয়ে বছরের পর বছর নিজের মধ্যে চেপে রেখেছেন।


তবে এখন পরিস্থিতি বদলেছে। সেই সময়ের ক্ষমতাধররা এখন ক্ষমতাহীন, আর নওশাবা নিজের মনের ভারী বোঝা খুলে বলার সাহস পাচ্ছেন।


সম্প্রতি তানভীর তারেকের শোতে নওশাবা তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তানভীর তারেক একটি ছবি পোস্ট করে লেখেন, ‘২০১৮ সালে রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রথম শিল্পী ছিলেন কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে ২১ দিন ধরে নির্যাতন করা হয়, আর রিহ্যাবে থাকতে হয় ৬ মাস।


এতটাই মানসিক চাপ ছিল যে, নিজের মেয়েকেও চিনতে পারতেন না। গত ৬ বছরে কন্যাকে নিয়ে ২০ বারেরও বেশি বাসা বদলাতে হয়েছে, কেউ বাসা ভাড়া দিতে চাইত না, সংসারও ভেঙেছে। নিজের বাড়িতেও জায়গা পাননি, কারণ ভাই ও আত্মীয়রা তাকে নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন। কোনো আপস করেননি, নানা ধরনের অফারও এসেছে। মামলা আগেই করেছেন, যা এখনো চলমান। এই গল্পগুলো শীঘ্রই প্রকাশিত হবে।’


তানভীর তারেক জানিয়েছেন, শোটি শিগগিরই প্রচারিত হবে, তখনই জানা যাবে নওশাবার অভিজ্ঞতার বিস্তারিত।







সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "