Page Nav

HIDE

Breaking News:

latest

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

  বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ই...

 

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে ব্রিটিশ সরকারের সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


বুধবার, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বৈঠকে ড. ইউনূস ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য ব্রিটিশ সরকারের সহায়তা কামনা করেন।


বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।


শফিকুল আলম বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি, শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। যুক্তরাজ্যে অনেক মানুষ এই অর্থ দিয়ে বাড়িঘর করেছেন। ড. ইউনূস ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, এই পাচার হওয়া অর্থ কীভাবে ফেরত আনা যায় সে বিষয়ে সহায়তা করার জন্য।’


তিনি আরও উল্লেখ করেন, সরকার এই অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করতে চায়।


এদিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে বাসস জানায়।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "