Page Nav

HIDE

Breaking News:

latest

ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক শান্ত

  রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ পেয়েছে নতুন এক বাংলাদেশ। ওই আন্দোল...

 

ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের উৎসর্গ করেছেন  অধিনায়ক শান্ত

রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ পেয়েছে নতুন এক বাংলাদেশ। ওই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই জয় উৎসর্গ করেছেন জাতীয় দলের অধিনায়ক শান্ত।


ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের এই জয়কে নিহতদের প্রতি উৎসর্গ করার কথা জানান অধিনায়ক। টেস্ট শুরুর আগে শান্ত বলেন, "দেশ একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, অনেকেই প্রাণ হারিয়েছেন। আমরা পাকিস্তানে এই ম্যাচ জিতে দেশের মানুষকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে চেয়েছি।"


রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ৩০ রানের লক্ষ্য দেওয়া হয়, যা কোনো উইকেট না হারিয়েই অর্জন করে সফরকারী বাংলাদেশ দল।


এর আগে, প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করে। জবাবে, বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৫৬৫ রান তুলে নেয়, ফলে হাথুরুসিংহের শিষ্যরা ১১৭ রানের লিড পায়। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে সাকিব তিনটি এবং মিরাজ চারটি উইকেট শিকার করেন। মুশফিক প্রথম ইনিংসে দুর্দান্ত ১৯১ রানের ইনিংস খেলেন।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "