বাংলা সাহিত্যের কালজয়ী কবি আল মাহমুদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহি...
বাংলা সাহিত্যের কালজয়ী কবি আল মাহমুদের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্যপত্রিকা ‘জলছবি’ এবং সাহিত্য সংগঠন ‘কালের কলস’ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘তারুণ্যের মননে আল মাহমুদ’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সংস্কারক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন জলছবির সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আবিদ আজম।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, "কবি আল মাহমুদ বাংলা ভাষা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আধুনিক বাংলা ভাষা ও সংস্কৃতি পুনরায় আল মাহমুদের দিকে ফিরে আসবে। তাঁর কবিতায় বাংলাদেশকে পাওয়া যায়। তিনি আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কারসহ রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার আহ্বান জানান।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কবি নাসির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ আজম, কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহিন রেজা এবং সাংবাদিক কাজল রশীদ শাহিন।
এছাড়া, অনুষ্ঠানে ‘তারুণ্যের মননে আল মাহমুদ’ শিরোনামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"