Page Nav

HIDE

Breaking News:

latest

দাম্পত্য জীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অর্পিতা

  ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কের ...

 

দাম্পত্য জীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অর্পিতা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটেছে বলে আজ বুধবার রাতে এক বিবৃতিতে জানান তিনি।


বিবৃতির শুরুতে শুভ লেখেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো বিষয়টি জানানো উচিত।’


বুধবার রাত ৯টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যমে পোস্ট করা বিবৃতিতে শুভ আরও জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই সিদ্ধান্ত নিয়েছি, বন্ধুত্বটুকু রেখে সম্মতিতে নিজেদের মতো করে বাঁচব।’


এরপর তিনি প্রাক্তন স্ত্রী অর্পিতার প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে বলেন, ‘অনেক চড়াই-উৎরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’


ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের উদ্দেশ্যে শুভ বলেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’


দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীরা, তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে এবং দেশে শান্তি ফিরে আসুক এই কামনায়।’


উল্লেখ্য, কলকাতার মেয়ে অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ। অর্পিতা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং বিয়ের প্রায় আট বছর আগে থেকেই তিনি ঢাকায় কর্মরত ছিলেন।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "