জাহাজের মধ্য থেকে উদ্ধার হওয়া জলের বোতলের মাটি পরীক্ষা করে জানা গেছে, সেগুলো ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি। ঊনবিংশ শতাব্দীতে ডুবে যাওয়া ...
জাহাজের মধ্য থেকে উদ্ধার হওয়া জলের বোতলের মাটি পরীক্ষা করে জানা গেছে, সেগুলো ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি। |
ঊনবিংশ শতাব্দীতে ডুবে যাওয়া একটি জাহাজের সন্ধান পেয়েছে ব্রিটেনের একটি ডুবুরি দল। অনুসন্ধানে জাহাজটি থেকে মূল্যবান সামগ্রীর সঙ্গে ১৭৫ বছরের পুরনো বহু শ্যাম্পেনের বোতলও উদ্ধার করা হয়েছে। সমুদ্রের তলায় শত বছর ধরে পড়ে থাকা এই শ্যাম্পেনগুলোর মূল্য অপরিসীম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
গত ১১ জুলাই, বাল্টিক সাগরের ওল্যান্ড দ্বীপের দক্ষিণে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে দু’জন ডুবুরি অনুসন্ধান চালানোর সময় ওই জাহাজের সন্ধান পান। দুই ঘণ্টার অনুসন্ধানের পর তারা একটি ডুবে থাকা জাহাজের ওপর নজর করেন।
এই ডুবুরিরা একটি ডাইভিং গ্রুপের সদস্য। জাহাজটি পাওয়ার পর, তারা নিজেদের গ্রুপকে বিষয়টি জানান। এরপর ৪০ জনের একটি ডুবুরি দল সেখানে উপস্থিত হয়। দলের প্রধান টমস স্টাচুরা জানান, সমুদ্রের প্রায় ১৯০ ফুট গভীরে থাকা ওই জাহাজে সেল্টার নামের একটি জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটার এবং প্রচুর পরিমাণে শ্যাম্পেনের বোতল পাওয়া গেছে।
জাহাজটি উনিশ শতকের এবং আশ্চর্যজনকভাবে এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে। শ্যাম্পেন ও পানির বোতলগুলো বড় ঝুড়িতে রাখা ছিল। আরও আকর্ষণীয় বিষয় হলো, জাহাজ থেকে মাটির তৈরি কারুকাজ করা প্রচুর বাসনপত্রও উদ্ধার করা হয়েছে। এই মাটির বাসনপত্র তৈরি করা সংস্থাটি এখনো কার্যক্রম চালাচ্ছে এবং তারা নিশ্চিত করেছে যে বোতলগুলো তাদেরই তৈরি। তবে শ্যাম্পেনের উৎপাদনকারী সংস্থা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অনুমান করা হচ্ছে, এটি একটি বাণিজ্যিক জাহাজ ছিল এবং ওই সময় রাজারা এসব শ্যাম্পেন পান করতেন। বোতলগুলোর এতই মূল্য ছিল যে, সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিতে পুলিশি নিরাপত্তার প্রয়োজন হতো। জাহাজ থেকে উদ্ধারকাজ সম্পন্ন করতে এক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, ১৮৫২ সালের দিকে জাহাজটি রাশিয়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে যাত্রা করছিল, কিন্তু মাঝপথে দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রগর্ভে তলিয়ে যায়।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"