Page Nav

HIDE

Breaking News:

latest

অনেকগুলো প্রাণ গেছে। কোনোদিন ভাবতে পারিনি: প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে যেসব ধ্বংসাত্মক কাজ হয়েছে এবং যেসব প্রাণহানি ঘটেছে, আমি কখনও ভাবতে পারিনি বর্তমান সময়ে এম...

 

অনেকগুলো প্রাণ গেছে। কোনোদিন ভাবতে পারিনি: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে যেসব ধ্বংসাত্মক কাজ হয়েছে এবং যেসব প্রাণহানি ঘটেছে, আমি কখনও ভাবতে পারিনি বর্তমান সময়ে এমন পরিস্থিতি সৃষ্টি হবে।’


আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সঙ্গে দেখে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেই বাংলাদেশে কেন আবার রক্ত ঝরবে? আজ আমরা যাদের হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি গভীর সহমর্মিতা জানাই।’


প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি জানি না আমাদের অপরাধটা কী। যে ইস্যুটা ছিল না, সেটাকে কেন্দ্র করে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কী অর্জন করল, সেটাই আমার প্রশ্ন। এতগুলো তাজাপ্রাণ ঝরে গেল, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। আমি জানি, আপনজন হারানোর কষ্ট কতটা গভীর। মানুষ একটি শোক সইতে পারে না, আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি।’


আরাম-আয়েশ করতে ক্ষমতায় আসেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই মর্যাদা কেন নষ্ট করা হলো, সেটার বিচার আমি দেশবাসীর কাছে ছেড়ে দিচ্ছি।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "