Page Nav

HIDE

Breaking News:

latest

বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন : মোনালিসা

  একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবা...

 

অনেক গ্যাপ ছিল, যা আমি বলতে চাই না: মোনালিসা


একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় তিনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরেই জানান, আবারও পর্দায় ফিরছেন তিনি। ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘ঈদ কার্নিভ্যাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন মোনালিসা। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা গল্প শেয়ার করেন তিনি।


দেশে ফিরে কেমন উপভোগ করছেন, এমন প্রশ্নের উত্তরে মোনালিসা বলেন, "রাস্তার ধারের চটপটি, ফুচকা, আচার—এসব ছোটবেলার স্মৃতিগুলো আমি খুব মিস করতাম। আর বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি, এগুলোও অনেক উপভোগ করছি। পাশাপাশি দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেক পরিকল্পনা চলছে। দেখি কী হয়, দর্শকদের জন্য কিছু চমক আছে।


দেশে ঈদ উদযাপন প্রসঙ্গে মোনালিসা বলেন, "অনেক বছর পর দেশে ঈদ করা সত্যিই অসাধারণ ছিল। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ও মায়ের সঙ্গে ঈদ পালন করতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। দর্শকদেরও আমি খুব মিস করি, তাই ভবিষ্যতে ঠিক করেছি, এখানে ছয় মাস এবং ওখানে ছয় মাস থাকব।"


অনুষ্ঠানে নিজের একাকী জীবন নিয়ে মোনালিসা জানান, "সিঙ্গেল জীবন সত্যিই ভালো। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পারি, খারাপ লাগছে না। তবে আবার সম্পর্ক শুরু করতে হলে অনেক কিছু ভাবতে হবে।" দাম্পত্য জীবনের অভিজ্ঞতা সম্পর্কেও কথা বলেন তিনি। মোনালিসা বলেন, "বিয়েটা যেহেতু পারিবারিকভাবে হয়েছিল, আমাদের বোঝাপড়ায় অনেক গ্যাপ ছিল। তবে অনেক কিছু আছে, যা আমি বলতে চাই না।


বিয়ে কবে করছেন, এমন প্রশ্নের জবাবে মোনালিসা বলেন, "আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই পুরো দায়িত্বটা দর্শকদের ওপর ছেড়ে দেব। তাঁরাই সবকিছু নির্ধারণ করুন, এটাই ভালো হবে।"


শুধু তা-ই নয়, নিজের রূপ এবং তারুণ্যের রহস্যও শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, "রূপ এবং তারুণ্যের রহস্য হলো দর্শকদের ভালোবাসা। কারণ, দর্শকেরা চান না আমার বয়স হয়ে যাক, বুড়ো হয়ে যাই। তাঁরা এত ভালোবাসেন আমাকে, মনে হয় এ কারণেই আমার বয়স বাড়ছে না।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "