Page Nav

HIDE

Breaking News:

latest

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

  জেনারেল (অব.) আজিজ আহমেদ বলেছেন, সেনাপ্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো ভাই বা আত্মীয়...

 

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ


জেনারেল (অব.) আজিজ আহমেদ বলেছেন, সেনাপ্রধান এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো ভাই বা আত্মীয়কে কন্ট্রাক্ট দিয়েছেন, এমন প্রমাণ কেউ দিতে পারলে তিনি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত। তিনি জানান, মার্কিন নিষেধাজ্ঞার খবর তাঁকে অবাক করেছে।


আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


আল জাজিরার তৈরি ডকুমেন্টারি সম্পর্কে আজিজ আহমেদ বলেন, ‘২০২১ সালের ১ ফেব্রুয়ারি আল জাজিরায় "অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান" নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। এই নিষেধাজ্ঞার সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। ওই অনুষ্ঠানে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেগুলো বানোয়াট এবং ভিত্তিহীন।'


আব্দুল আজিজ বলেন, "প্রথম অভিযোগ হলো, আমি আমার ভাইকে বাংলাদেশের প্রচলিত আইন থেকে রক্ষা করার জন্য আমার পদ ব্যবহার করে তাকে সহযোগিতা করেছি এবং দুর্নীতিতে লিপ্ত হয়েছি। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, আমি সেনাপ্রধান হিসেবে আমার ভাইকে সামরিক কন্ট্রাক্ট দিয়ে ঘুষ নিয়েছি এবং দুর্নীতি করেছি। প্রথম অভিযোগের বিষয়ে আমি বলতে চাই, সেই ভাই, যদিও এখানে তার নাম উল্লেখ করা হয়নি, আমি জেনারেল হওয়ার অনেক আগে থেকেই বিদেশে ছিল এবং বৈধ পাসপোর্ট নিয়েই গিয়েছে। দেশ ত্যাগের বা দেশের আইন এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কোনোভাবেই আমার পদ ব্যবহার করিনি। এই অভিযোগ মিথ্যা এবং আমি তা মানতে পারি না।"


দ্বিতীয় অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "আমি বিজিবির মহাপরিচালক এবং সেনাপ্রধান থাকাকালীন আমার কোনো ভাই বা নিকটাত্মীয় এই দুই প্রতিষ্ঠানে ঠিকাদারি করেছে, এমন প্রমাণ কেউ দিতে পারলে আমি সব মেনে নেব। এমনকি তাদের কোনো লাইসেন্স ছিল, সেটারও প্রমাণ দিতে পারলেও আমি সব শাস্তি মেনে নেব।"


নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাবেন কিনা জানতে চাইলে সাবেক সেনাপ্রধান বলেন, "আমার জানানোর কিছু নেই।"


যুক্তরাষ্ট্রে যাবেন কিনা জানতে চাইলে আজিজ বলেন, "আমি দুটি প্রশ্নের উত্তর দিয়েছি। আমার মনে হয়, আর কিছু আলোচনা করার নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত, লোকজন এটি বুঝবে।"



সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "