আকাশে অসংখ্য হীরা ঝলমল করছে। আর আমি তাদের মাঝে আরও উজ্জ্বলভাবে আলো ছড়াতে চাই। এভাবেই ইনস্টাগ্রামে মেরিল-প্রথম আলোর লালগালিচায় নিজের লুকের ...
আকাশে অসংখ্য হীরা ঝলমল করছে। আর আমি তাদের মাঝে আরও উজ্জ্বলভাবে আলো ছড়াতে চাই।
এভাবেই ইনস্টাগ্রামে মেরিল-প্রথম আলোর লালগালিচায় নিজের লুকের ছবি প্রকাশ করে লিখেছেন মন্দিরা। এই বছরই প্রথম মেরিলের লালগালিচায় পা রেখেছেন ‘কাজলরেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী। তাঁর রেড কার্পেট লুক দেখে সহজেই বলা যায়, অভিষেকেই তিনি নজর কেড়েছেন।
মেরিল-প্রথম আলোর লালগালিচায় নিজের পোশাক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ডিজাইনারকে ধন্যবাদ জানিয়ে মন্দিরা ইনস্টাগ্রামে লেখেন, "আমি পোশাকটা দেখে মুগ্ধ হয়েছি। যেমনটা কল্পনা করেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে! এটি সামিনা সারার কাজ। আমি যা চাই, আপনি ঠিক তেমনই বানিয়ে দেন। এজন্যই আমি আপনাকে খুব পছন্দ করি এবং আপনার ওপর ভরসা করি। অনেক ধন্যবাদ।”
জমকালো এই পোশাকটি তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। এটি তৈরি হয়েছে দেশি লাক্সারি ফ্যাশন হাউস ‘মেহের বাই সামিনা সারা’ থেকে।
নিজের লুক নিয়ে মন্দিরা বলেন, “আমরা গ্ল্যামারাস দুনিয়ার মানুষ। প্রথমবার মেরিল-প্রথম আলোর লালগালিচায় চমকপ্রদ কিছু করতে চেয়েছিলাম। এজন্য এই লুক তৈরির পেছনে অনেক সময় দিয়েছি।”
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"