Page Nav

HIDE

Breaking News:

latest

দরবৃদ্ধির বিপরীতে ২৬৬টি দর হারিয়ে লেনদেন তিন মাসের মধ্যে সর্বনিম্ন

  শেয়ারবাজারে গতকাল মঙ্গলবারও দর পতন ঘটেছিল। মোট ৩৮৬ কোম্পানির ৭৭টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ২৬৬টি শেয়ারের দর নিম্ন হয়েছিল। লেনদেনের শুরুত...

 

দরবৃদ্ধির বিপরীতে ২৬৬টি দর হারিয়ে লেনদেন তিন মাসের মধ্যে সর্বনিম্ন


শেয়ারবাজারে গতকাল মঙ্গলবারও দর পতন ঘটেছিল। মোট ৩৮৬ কোম্পানির ৭৭টি শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ২৬৬টি শেয়ারের দর নিম্ন হয়েছিল। লেনদেনের শুরুতে চিত্র খুব হারিয়েছিল, তবে দিনের শেষে প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ২৩ পয়েন্ট হারিয়ে ৫৭৩৮ পয়েন্টে নেমেছিল। লেনদেনের প্রথম পৌনে তিন ঘণ্টা শেষে ৫৬ পয়েন্ট হারিয়ে ৫৭০৫ পয়েন্ট পর্যন্ত নেমেছিল।


এই ঘটনা শেয়ারদর ও সূচকের পতনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। গতকাল ঢাকার শেয়ারবাজারে ৩৬৭ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, যা বেশ কিছুদিন ধরের সর্বনিম্ন মূল্যে ঘটেছে। এ দিন এ বাজারে ৩৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন ঘটেছিল।


বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, লেনদেনের শেষ সোয়া ঘণ্টায় দরপতন থামাতে বেশ চেষ্টা লক্ষ্য করা গেছে। কোনো না কোনো পর্যায় থেকে শেয়ার কিনে পতন ঠেকানোর চেষ্টা হয়েছে। বেশ কিছু শেয়ারের দর বাড়িয়ে সূচকের পতন কমানোর চেষ্টা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, দিনের সর্বনিম্ন দরের তুলনায় সমাপনী মূল্যে ৩ থেকে ৯ শতাংশ ইতিবাচক পরিবর্তন হয়েছে অন্তত ৫৭ কোম্পানির শেয়ারের। ২ থেকে ৩ শতাংশ পতন কমেছে আরও ৪৮টির।


হামি ইন্ডাস্ট্রিজের (সাবেক নাম ইমাম বাটন) শেয়ারদর ৭ শতাংশের বেশি কমে ১৫৬ টাকায় নেমেছে। ৫ শতাংশের ওপর দর হারিয়ে দরপতন তালিকায় এর পরের অবস্থানে ছিল প্রিমিয়ার লিজিং, আরএসআরএম স্টিল, দেশবন্ধু পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম ও তাকাফুল ইন্স্যুরেন্স। বড় খাতগুলোর মধ্যে বীমা খাতের শেয়ারদর ১ দশমিক ৩৬ শতাংশের বেশি কমেছে। খাতটির লেনদেন হওয়া ৫৭ কোম্পানির মধ্যে ৪৪টি দর হারায়। অপেক্ষাকৃত ছোট ও মাঝারি খাতগুলোর মধ্যে কাগজ ও ছাপাখানা খাতের ছয় কোম্পানির গড়ে পৌনে ৩ শতাংশ হারে দরপতন হয়েছে।


সার্বিক দরপতনের মধ্যেও গতকাল এবি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের দর প্রায় ৭ শতাংশ হারে বেড়েছে। এ ছাড়া ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে উত্তরা ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক ও বিএফআইসি। সাড়ে ৬৯ কোটি টাকার লেনদেন নিয়ে খাতওয়ারি লেনদেনের শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এর মধ্যে সেন্ট্রাল ফার্মারই প্রায় ২২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। সাড়ে ১৬ থেকে পৌনে ১৭ কোটি টাকার লেনদেন নিয়ে এর পরের অবস্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ ও শাইনপুকুর সিরামিকের দর।




সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "