Page Nav

HIDE

Breaking News:

latest

নিউইয়র্কে সুচিত্রা সেনের ৯৩ তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

  কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে উপমহাদেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জ...

 

নিউইয়র্কে সুচিত্রা সেনের ৯৩ তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

কিংবদন্তি বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে উপমহাদেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এই উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এ সময় চঞ্চল চৌধুরী, বন্ধন, জয়, ভারতের ঋতুপর্ণা সেন, রেশমি মিত্রসহ বিশিষ্ট অভিনেতা ও পরিচালকসহ শতাধিক অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনায়িকা উপস্থিত ছিলেন।


ওইদিন সকাল ১১টা থেকে শুরু হয় ছবির প্রদর্শনী। উদ্বোধনের পর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী এবং আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্র প্রদর্শন উপভোগ করেন। ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ ও ভারতের ৩৯টি চলচ্চিত্র বিনা মূল্যে প্রদর্শিত হচ্ছে।


আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে যুক্তরাষ্ট্রের সুচিত্রা সেন মেমোরিয়াল নামের একটি সংগঠন। আয়োজকরা বলছেন, সুচিত্রা সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা চলচ্চিত্রে তার অবদানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রে সুচিত্রা সেনের অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।


ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ৪০৯টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য জমা দেওয়া সত্ত্বেও, বিচারকরা প্রদর্শনের জন্য মাত্র ৩৯টি চলচ্চিত্র নির্বাচন করেছেন।


প্রসঙ্গত, ৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। নয় ভাইবোনের মধ্যে সুচিত্রা ছিলেন পঞ্চম। তার ছোট ভাইবোনরা তাকে আদর করে "রাঙ্গাদি" বলে ডাকতো। তার বাবা-মা তার নাম রাখেন রোমা, কিন্তু পরিচালক সুকুমার দাশগুপ্ত তা পরিবর্তন করে সুচিত্রা রাখেন। তবে পাবনার মহাকালী পাঠশালার রেজিস্টারে তার নাম ছিল কৃষ্ণা দাশগুপ্ত। মহাকালী পাঠশালায় শিক্ষা শেষ করে সুচিত্রা সেন স্থানীয় পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালিয়ে যান। তিনি একটি উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে, দেশ বিভাগের কয়েক মাস আগে, তার মমতাময়ী বাবা পাবনা ছেড়ে পুরো পরিবার নিয়ে ভারতে চলে আসেন।






সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "