Page Nav

HIDE

Breaking News:

latest

ব্রাজিল ৪৯৫ টাকায় গরুর মাংস দিতে চায় বাংলাদেশকে

  আগামী রবিবার (৭ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই সফরে তারা দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্য...

 

ব্রাজিল ৪৯৫ টাকায় গরুর মাংস দিতে চায় বাংলাদেশকে


আগামী রবিবার (৭ এপ্রিল) দুই দিনের সফরে ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই সফরে তারা দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এরই মধ্যে ব্রাজিলের গরুর মাংস আমদানি একটি গুরুত্বপূর্ণ বিষয়।


স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, মাউরো ভিয়েরা সফরের সময় গত মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ঢাকায় আলোচনা করেন। তাঁরা ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের নেতৃত্বে গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনা করবেন।


গত বছর বিশ্বের ১২৬টি দেশে ব্রাজিল গরুর মাংস রপ্তানি করেছিল। এখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির দিকে তাদের আগ্রহ বেড়েছে। বাংলাদেশকে প্রতি কেজি গরুর মাংস চার মার্কিন ডলারে প্রদান করা হচ্ছে, যাতে সরবরাহকারী লাতিন আমেরিকান দেশটি বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে।


ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সে দেশের গরুর মাংস রপ্তানিকারক সমিতির একাধিক জ্যেষ্ঠ প্রতিনিধির ঢাকায় আসার কথা রয়েছে। 


দুই দিনের সফরে মাউরো ভিয়েরা রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।



সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "