Page Nav

HIDE

Breaking News:

latest

কি কারণে এতো মারা গেলো তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন

  এতো মানুষ মারা যাওয়ার কারণে অনেকটাই নীরব এখন দেশ। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলেছেন, বেইলি রোড...

 

কি কারণে এতো মারা গেলো তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন


এতো মানুষ মারা যাওয়ার কারণে অনেকটাই নীরব এখন দেশ। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলেছেন, বেইলি রোডের এই আগুনের ঘটনায় মারা যাওয়াদের মধ্যে অধিকাংশরাই কার্বন মনোক্সাইড পয়জনে মারা গেছেন। আগুন লাগলে বদ্ধ ঘরে যখন কেউ বের হতে না পারে তখন সেখানে সৃষ্ট ধোঁয়া তাদের শ্বাসনালীতে চলে যায়। এখানেও প্রত্যেকেরই তাই হয়েছে।

 

শুক্রবার (১ মার্চ) সকাল পৌনে এগারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। 



আলোচিত স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এই পয়জন যাদের বেশি হয়েছে তারা কেউ বাঁচতে পারে নাই। অত্যন্ত দুঃখজনকভাবে তারা মারা গেছেন। এখনো যারা চিকিৎসাধীন আছেন তারা কেউ শঙ্কামুক্ত না। আমরা শুরু থেকেই তাদের ট্রিটমেন্ট করছি। 



স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের মাধ্যমে আমাদের একটি অনুরোধ করব হাসপাতালে কেন যেন কেউ ভিড় না করেন।


আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল পৌণে সাতটার সময় কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এদের সবার চিকিৎসা করতে। যা যা করা প্রয়োজন সেগুলো করতে। এসব রোগীদের সকল ধরণের দায় দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। এদের চিকিৎসার জন্য যা প্রয়োজন সবকিছু সরকারের পক্ষ থেকে করা হবে। 



যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের কি করা হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো আটটি লাশ হস্তান্তরের জন্য বাকি রয়েছে। এর মধ্যে যে গুলো এখনো শনাক্ত করা যায়নি সেগুলো আমাদের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা করা হবে। ডিএনএ টেস্ট করা হবে। যারা ভর্তি আছেন তাদের অধিকাংশেরই শ্বাসনালী পুড়ে গিয়েছে। কেউ শঙ্কামুক্ত নয়। সবাই দোআ করবেন যেন তাদের প্রকৃত চিকিৎসা দিতে পারি। আল্লাহ যেন রহমত নাজিল করেন। 



সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "