গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নারী ক্রিকেট দল অত্যন্ত সফলভাবে খেলেছে। এই প্রবণতার সাথে মিলিয়ে একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে...
গত দুই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নারী ক্রিকেট দল অত্যন্ত সফলভাবে খেলেছে। এই প্রবণতার সাথে মিলিয়ে একটি নতুন ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে বিসিবি। বিসিবির ইতিহাসে প্রথমবারের মতো দুই নারীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। নির্দিষ্ট হল, তাদের নাম জাকির জেসি এবং মিশু চৌধুরি। আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু নিশ্চিত করেছেন, গতকাল বোর্ড সভায় এই বিষয়টি নিশ্চিত হয়েছে।
ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, 'গতকাল বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে দুই জনের নিয়োগের বিষয়। তাদের নিয়োগের সবকিছু কাজ সম্পন্ন হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। তারা এখন ট্রেনি হিসেবেই চুক্তিতেই ঢুকবে। আসন্ন ডিপিএল দিয়েই তারা আম্পায়ারিং করবে। একজন থার্ড আম্পায়ার বা একজন অনফিল্ড আম্পায়ার এভাবেই শুরু হবে ধীরে ধীরে।' বিসিবির আম্পায়ারিং কমিটি প্রায় ২৬ জন আম্পায়ারের চুক্তিতে রাখে।
২০১১ সালে মিশু ক্রিকেট আম্পায়ারিং নিয়ে পরীক্ষা দিয়ে পাস করেন। তখন তিনি মূলত ক্রিকেটার ছিলেন। পরবর্তী বছরে স্কুল ক্রিকেট আম্পায়ারিংয়ে প্রথম অভিষেক। বাংলাদেশে নারী আম্পায়ারদের বিশেষ একটি গৌরব ছিল না, তাই এই ক্যারিয়ারে দীর্ঘ বিরতিতে যেতে হয়েছিল। তবে বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেলেন।
অন্যদিকে, ২০০৯ সালে জেসি ক্রিকেট আম্পায়ারিং কোর্স করেন। ২০২২ সালে তিনি মাঠে নামেন আম্পায়ার হিসেবে। গতবছর ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিং করেছেন জেসি।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"