বাংলা নাটকের খুব শক্ত অবস্থান দখল করে আছে তটিনী। তাই বলায় যায় সময়ের অন্যতম প্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। তিনি ক’দিন আগে আলোচনায় এসেছেন...
বাংলা নাটকের খুব শক্ত অবস্থান দখল করে আছে তটিনী। তাই বলায় যায় সময়ের অন্যতম প্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। তিনি ক’দিন আগে আলোচনায় এসেছেন তারা কারওয়ান বাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করেন।
এবার এই তরুণ অভিনেত্রিকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে যুদ্ধ করছেন।
‘গোলাপ গ্রাম’ নামক এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান, যেখানে মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে তটিনীর বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান।
নাটকে অতিরিক্ত অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, এবং শর্মী প্রমুখ।
নির্মাতারা জানিয়েছেন, এই নাটকের মাধ্যমে প্রধানত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প উপস্থাপন করা হয়েছে। এখানে ফুল তোলা শ্রমিক ও ফুল বিক্রেতা চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুটি শ্রমিকের মধ্যে প্রেম উদ্ভাবন হয়। তবে মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে অনেক কাঁটা হিসেবে ধরা দেয়।
জানা গেছে, সিএমভির ঈদ আয়োজনে বিশেষ নাটক হিসেবে 'গোলাপ গ্রাম' প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"