সাধারণত অভিনয়ের পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে বিভিন্ন ধরনের লেখালেখির ফলে শবনম ফারিয়া আলোচনা করেন। তার ফেসবুকে পোস্টগুলি সময়ের সাথে তার প্রতি...
সাধারণত অভিনয়ের পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে বিভিন্ন ধরনের লেখালেখির ফলে শবনম ফারিয়া আলোচনা করেন। তার ফেসবুকে পোস্টগুলি সময়ের সাথে তার প্রতিষ্ঠিত স্থানে তাকে নিয়ে আলোচনা করে। একটি পোস্টে তিনি আজ নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। তাতে লিখা আছে, ‘যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ!’
তিনি নিজের ভুল ধারণা উপলব্ধি করে বলেন, ‘কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভুলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!’
একজন লেখক তার পোস্টে লিখেছেন, ক্ষতটা এত বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না।
এর উত্তরে শবনম ফারিয়া বলেছেন, ‘আপু, না অত বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেয়া যাবে! আরও বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেত!’
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"