‘তুফান’ চলচ্চিত্রের নাম ঘোষণার পরেই শোনা যাচ্ছিল বিভিন্ন অভিনেত্রীর নাম। দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে...
‘তুফান’ চলচ্চিত্রের নাম ঘোষণার পরেই শোনা যাচ্ছিল বিভিন্ন অভিনেত্রীর নাম। দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ। সেকারণে একটি ধারণা হয়েছিল যে, এতে একজন টালিউডের অভিনেত্রী থাকবেন। সম্প্রতি চরকির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয় করবেন টালিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেত্রী নাবিলা।
এ বিষয়ে মিমি বলেন, ‘বাংলাদেশে আমি প্রায় প্রতিদিনই যাই। কখনো কাজে, কখনো ঘুরতে। সেখানে কাজ করা আমার জন্য সবসময় আনন্দের সাথে সম্পৃক্ত। তাছাড়া, এটি আমার জন্য প্রথম সিনেমাটি শুরু হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে।
এই সিনেমার মধ্যে দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে। এই মিলে আমি খুবই উৎসাহিত । দর্শকদের অত্যাধুনিক এক অভিজ্ঞতার অপেক্ষায় আমরা থাকছি।
অভিনেত্রী নাবিলাও দীর্ঘ সময় পরে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন ‘আয়ানাবাজি’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া নাবিলা।
ছবির সম্পর্কে নাবিলা বলেন, ‘কাজে একরকম আনন্দ অনুভব করছি। এতোদিন পর বড় পর্দায় ফিরার আনন্দও আছে আমার। শুটিং শেষ করে দর্শকদের পাশে পৌঁছানোর প্রস্তুতি পূর্ণ হলেই আমরা সন্তুষ্ট।’
এই ছবিতে শাকিব খানের বিপরীতে মিমি ও নাবিলাকে এক সূত্রে সঙ্গে আনা হয়েছে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বারা। তাদের মতে, এই ছবি প্রকাশ পাওয়ার পর দর্শকরা খুব আনন্দিত হবেন। তা ছাড়া, ছবিটি যেহেতু রায়হান রাফী পরিচালনা করবেন, তাই তারা অনেক আশাবাদী।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"