Page Nav

HIDE

Breaking News:

latest

অসৎ নারীদের কিভাবে চিনবেন, জেনে নিন ৮টি লক্ষণ

  প্রত্যেক পুরুষের পক্ষ থেকে সঠিক জীবনসঙ্গী সন্ধান করা খুবই জরুরি। সঠিক সঙ্গী পাওয়া আসলে জীবনের সবচেয়ে বড় পাওয়া । তবে, কোন  ধরণের নারী সঙ্গী...

 

অসৎ নারীদের কিভাবে চিনবেন, জেনে নিন ৮টি লক্ষণ


প্রত্যেক পুরুষের পক্ষ থেকে সঠিক জীবনসঙ্গী সন্ধান করা খুবই জরুরি। সঠিক সঙ্গী পাওয়া আসলে জীবনের সবচেয়ে বড় পাওয়া । তবে, কোন  ধরণের নারী সঙ্গী সম্পর্কে স্বার্থ এবং বিশ্বাসযোগ্যতা  সৃষ্টি করা খুব কঠিন।


সমাজে এমন পুরুষ অনেক আছে যারা আসলেই এমন জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না, এবং এই বিষয়ে তাদের ভাবনা ও অসন্তুষ্টি অনেকটাই আত্মবিশ্বাস নাই । এমন অবস্থায় তারা সহজেই ভুল নারীদের সঙ্গী হিসাবে গ্রহণ করতে পারেন, যার  পরিণতি হিসেবে তাদের জীবনকে আরো অশান্ত করে দেয়।


অতএব, সঠিক জীবনসঙ্গী পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চরিত্রবান ও সততা বিশিষ্ট নারীর সঙ্গীর  সন্ধান করতে হলে আপনার অবশ্যই বেশিরভাগ সময় এবং ধৈর্য প্রয়োজন। তাই সঠিক নারীর সঙ্গী খুঁজে পেলে আপনি নিরাপদ ও সুরক্ষিত থাকবেন।


চলুন এখন জানি নেই কীভাবে অসাদারণ নারী সনাক্ত করা যায়:


  • >> লজ্জাই নারীর ভূষণ। কিন্তু অসৎ নারী  চোখের দেখায় ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব অনেক। তাই এসব নারী থেকে সাবধান।

  • >> পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে, যেন তার ভেতরটা পড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান। এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না।

  • >> মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে। যাতে সহজেই আকৃষ্ট করতে পারে।

  • >> কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে। তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে। এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে ওস্তাদ।

  • >> নানাভাবে বিশ্বাস অর্জন করে, ব্ল্যাকমেইল করতেও পিছপা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে।

  • >> নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে এই নারী। এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরেও সে বিশ্বাসযোগ্য।

  • >> বারংবার দেখা করার ফাঁক খোঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে। অন্য কাউকে ডাকে না তখন। মাঝরাতে মেসেজ করে। রাত ১টা, ২টোর সময় মাখোমাখো মেসেজ পাঠাতে থাকে

  • >> যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন। কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে। সঙ্গে চরিত্র ও কুমারিত্বও হারায়। 



সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "