Page Nav

HIDE

Breaking News:

latest

দুর্ঘটনা ঘটলে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না: মির্জা ফখরুল

  দেশ যখনি কোনো কঠিন সময় পার করে ঠিক তখনি বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি তাদের বক্তব্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানী ঢাকার...

 

দুর্ঘটনা ঘটলে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না: মির্জা ফখরুল


দেশ যখনি কোনো কঠিন সময় পার করে ঠিক তখনি বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি তাদের বক্তব্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানী ঢাকার বেইলি রোডে একটা বড়ো ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রতিবারের মতো শোক প্রকাশ করেছে বিএনপি। ০১.০৩.২০২৪ তারিখ শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই শোক বার্তা জানান।


প্রায়শ এমন বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল আরো বলেন, ‘আইনের শাসন দেশে না থাকলে এমন দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ, জনগণের কাছে সরকারকে কোনো রকম জবাবদিহি করতে হয় না। যার ফলে গণ সমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দুর্ঘটনা ঘটে ও হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ ঝরে যায়। যা মোটেই কারো জন্য কাম্য নয়। 


তিনি বলেন, ‘বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের নির্মম মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকগণ জানিয়েছেন। আমরা সবার সমবেদনা জানাই।’


তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি- শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’


বিএনপি মহাসচিব শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং অগ্নিদগ্ধের আহতদের সুচিকিৎসার দাবিও জানান। 




সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "