Page Nav

HIDE

Breaking News:

latest

সর্বোচ্চ দামের নতুন ইতিহাস গড়ে সোনার বড় পতন

  নারীদের সবচেয়ে পছন্দের জিনিস যে সোনার গহনা এটা বলার অপেক্ষা রাখে না। আর এই সোনার দাম নিয়ে অনেক সময় নানা দামের মুখোমুখি হতে হয়। এবার বিশ্বব...

 

সর্বোচ্চ দামের নতুন ইতিহাস গড়ে সোনার বড় পতন


নারীদের সবচেয়ে পছন্দের জিনিস যে সোনার গহনা এটা বলার অপেক্ষা রাখে না। আর এই সোনার দাম নিয়ে অনেক সময় নানা দামের মুখোমুখি হতে হয়। এবার বিশ্ববাজারে সোনার দামে নতুন ইতিহাস গড়ার পর সোনার দাম কমতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম পতন হয়েছে। প্রতি আউন্সে সোনার দাম প্রায় ২৩ ডলার বা ১ শতাংশ কমে গেছে। তবে এখনো প্রতি আউন্সে সোনার দাম ২ হাজার ১৫০ ডলারের ওপরে রয়েছে।


বিশ্ববাজারে সোনার দামে এমন উত্থান-পতন হলেও গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দামে কোনো পরিবর্তন ঘটেনি। তবে, বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা দেখে চলতি মাসের শুরুর দিকে দেশের বাজারে সোনার দাম বাড়লো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এটি অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড গড়ে সোনা বিক্রি হচ্ছে। বর্তমানে সর্বোচ্চ দামেই সোনা বিক্রি হচ্ছে।


গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম কমলেও তার আগের সপ্তাহে লাফিয়ে লাফিয়ে এই ধাতুটির দাম বাড়ে। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম মোটামুটি ২ হাজার ১৯৩ ডলার পর্যন্ত উঠে যায়। তবে সপ্তাহের শেষে প্রতি আউন্স সোনার দাম মোটামুটি ২ হাজার ১৭৮ দশমিক ৬৪ ডলারে নামতে থাকে। এর মাধ্যমে এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম প্রায় ৯৫ দশমিক ২১ ডলার অথবা ৪ দশমিক ৫৭ শতাংশ বাড়ে।


সোনার দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, যেটি প্রতি আউন্সে ২ হাজার ৩০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে বিশ্লেষকদের মনে হয়। তবে গত সপ্তাহের লেনদেনে শুরুতেই সোনার দাম নিচের দিকে নামে। মাঝে মাঝে উপরের দিকে উঠার চেষ্টা হলেও শেষে পুনঃক্রমশ দরপত্তন হতে থাকে।


গত সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম পরিমাণ হয়েছে ২ হাজার ১৫৫ দশমিক ৭৩ ডলার। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দামে কমনেছে ২২ দশমিক ৯১ ডলার বা ১ শতংশ। এতে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দামে কমনেছে ৫ দশমিক ২৯ ডলার বা ২৪ শতাংশ।


বিশ্ববাজারে সোনার দামে লাফিয়ে লাফিয়ে বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং পরিষদ। এ সিদ্ধান্ত কার্যকর হয়েছিল ৭ মার্চ থেকে।


৭ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০০৮ টাকা বাড়িয়ে ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে আর হয়নি। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।


তবে সোনার গহনা কিনতে গ্রাহকদের বেশি অর্থ খরচ করতে হবে। কারণ, সোনার গহনা বিক্রি করার সময় বাজুস নির্ধারিত দামের উপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে। তাছাড়া, প্রতি ভরি মজুরি হিসেবে নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা ধরা হয়। সুতরাং, আগামীকাল থেকে ২২ ক্যারেটের একটি ভরি সোনার গহনা কিনতে গ্রাহকদের ১ লাখ ২২ হাজার ৫২ টাকা পরিশোধ করতে হবে। 




সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ পিন্টারেস্ট ;

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"

" আঁধার আলো নিউজ লিংকডইন "