বছরের শুরুতেই এবার ঢাকাই সিনেমার চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন। গত শুক্রবার মুক্তি পেয়েছেন 'ট্র্যাপ: ...
বছরের শুরুতেই এবার ঢাকাই সিনেমার চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন। গত শুক্রবার মুক্তি পেয়েছেন 'ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি' চলচ্চিত্র। আর পরবর্তীতে, আগামী ১৬ ফেব্রুয়ারি তার চলচ্চিত্র 'ছায়াবৃক্ষ' মুক্তি পাচ্ছেন। তাই এবার অনেকটাই ফুরফুরে মেজাজে আছেনঅপু।
তার এই দুটি চলচ্চিত্রের মুক্তিতে খুব উৎসাহী অপু বিশ্বাস। আগের সময়ের স্মরণ করে তার ব্যাখ্যা, ‘আমি একবারেই একই ঈদে পাঁচটি চলচ্চিত্র মুক্তি দিয়ে ছিলাম। শুরুর পর মাসে দু-তিনটা চলচ্চিত্র মুক্তি দিতাম। আমি একটু অনিয়মিত ছিলাম আগের কাজে, যার ফলে ধারাবাহিকতা রাখতে পারিনি। তবে এখন ধারাবাহিকতার অনুমোদন পেয়েছি এবং আমি ব্যস্ত।
এই অভিনেত্রীকে দুটি বিভিন্ন চরিত্রে দেখা যাবে দুইটি সিনেমাতে। তার উক্তি, ‘এক চরিত্রে গ্ল্যামারাস লুক আরেকটিতে গ্ল্যামারাসহীন দর্শকদের কাছে আমাকে দেখতে পাবেন। "ট্র্যাপ" চলচ্চিত্রে সমস্ত সময়ের তথ্যপ্রযুক্তির উন্নতি এবং নেতিবাচক দিক ধরে নেওয়া হয়েছে। আর "ছায়াবৃক্ষ" চলচ্চিত্রে চা শ্রমিকের চরিত্র প্রকাশ করা হয়েছে। তাদের ভয়াবহতা নিয়েই এটি তৈরি হয়েছে।
অপু বিশ্বাস তার এই মন্তব্যের পাশাপাশি শাকিব খান নিয়েও কথা বলেন। তার মতে, প্রতিদিন এই নায়ক নিজেকে পরিবর্তন করেন। শাকিবের এই মতানুসারে পঞ্চমুখ অপু বিশ্বাসও। অপু বিশ্বাস শাকিবের সম্পর্কে বলেন, ‘এক সময় এমন একজন হার্টথ্রব এর সাথে কাজ করার হওয়ার অভিজ্ঞতা হয়ে ছিল। হার্টথ্রবের জন্য সত্যিই যুগের প্রয়োজন হয় ।
এই অভিনেত্রী এর উক্তিতে বলেন, শাকিব খান কেউকে আটকে রাখেননি। অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা তার অবস্থানে থাকলেও কখনোই সেই সুযোগ দিতো না। শাকিব খান বুঝেশুনে কথা বলেন। প্রতিটি মানুষ তার যোগ্যতা দিয়ে আসতে পারে। সে (শাকিব) তার যোগ্যতা দিয়ে আজকের অবস্থানে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিচ্ছেন।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"