ব্যারিস্টার সুমন বলেন, নেত্রী একটা কথা বলেছেন, আমাকে বলছেন, তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি,তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো. আজকে আমার ...
ব্যারিস্টার সুমন বলেন, নেত্রী একটা কথা বলেছেন, আমাকে বলছেন, তুমি তো তোমার তো ফেসবুক থেকেই চিনি,তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো. আজকে আমার জন্য একটা ভালো দিন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি. যে মাননীয় নেত্রী, যারা নৌকায় নৌকা নিয়ে পাশ করে আসছেন, তারা হচ্ছেন গিয়া আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা সতন্ত্র পাশ করে আসছি, আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স, এবং এই ২ ফোর্সই কাজ করবে দেশের জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে সবই আমার এরপরে আর কোনো বক্তব্য থাকেনা এবং বলেছেন যে, সরকারি দলের এমপি যারা তাদের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করার বা বক্তব্য দেওয়ার সুযোগ থাকে, অনেক কম আমাদের যেহেতু আমরা সতন্ত্র পেট্রোয়নে আছি আমরা যেন সরকারের যে কাজগুলা ভালো প্রশংসা করার সুযোগ থাকবে এবং যে কাজগুলা ভালো হবে না এগুলো যেন আমরা প্রতিবাদ করি অথবা সমালোচনা করি এবং স্ট্রলিং করি। আমাদেরকে বরং ১ ডিগ্রি বেশি স্বাধীনতাও দিয়েছেন ও না নেত্রী একটা কথা বলেছেন যে আমাকে বলছেন যে তুমি তো তোমাকে ফেসবুক থেকেই চিনি, তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো.,থ্যাংক ইউ ।
আমরা বলছি, যে আমরা সরকারের না থাকলেও আমরা তো আপনার সাথে আছি এবং আপনার সাথে আমরা থাকবো। সুতরাং এই বিষয়ে কোন এমপি মন্ত্রী নাই। পুরা গার্জিয়ানশিপ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আমরা তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ধারণ করি বহন করি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি অনুযায়ী কাজ করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনা, এখন কোনো কোনো পদে থাকা না থাকা এটা তো একটা পদের বিষয়।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"