পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। যা একজন মানুষের জন্য খুবই দরকারি একটা জিনিস। আর বিদেশের মাটিতে আপনার নাগরিকত্বের প্রমাণ এই পাসপোর...
পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। যা একজন মানুষের জন্য খুবই দরকারি একটা জিনিস। আর বিদেশের মাটিতে আপনার নাগরিকত্বের প্রমাণ এই পাসপোর্ট। এর ভিত্তিতেই নির্ধারণ করা হবে আপনি বৈধ নাকি অবৈধ। তাই নিজের ও আপনজনের নিকট পাসপোর্টের ফটোকপি সংরক্ষণ করে রাখা উচিত। যা অনেকেই করে না। আবার হারিয়ে গেলে অনেক হায় হুতাশ করে। আপনি জানেন কি এই গুরুত্বপূর্ণ দলিলটি হারালে কী করা উচিত? নাই জানতে পারেন কারণ মানুষ অসুখ না হলে শরীরের যত্ন করে না। তাই আসুন জেনে নেই
বিদেশের মাটিতে পাসপোর্ট হারালে দ্রুত ওই দেশের পুলিশকে তা অবহিত করতে হবে বা যে থানা বা এলাকায় হারিয়ে গেছে সেখানে পাসপোর্ট হারানোর ডাইরি করতে হবে। অন্যথায়, সঠিক প্রমাণাদি না থাকলে আপনার কারাগারেও যেতে হতে পারে! তাই খুব দ্রুত এই কাজটি ই প্রথমে করুন।
এরপর আপনাকে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে। পাসপোর্টের ফটোকপি এবং রোডপাস বা রাস্তায় চলাচলের প্রত্যয়নপত্র (যদি থাকে) নিয়ে যোগাযোগ করলে দূতাবাসের পক্ষ থেকে নতুন পাসপোর্ট তৈরিতে সহায়তা পাওয়া যাবে।
যদি আপনার ভ্রমণে কোনো ট্র্যাভেল এজেন্সি সহায়তা করে থাকে তবে তারা আপনাকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করবে। তারপর আপনাকে সহায়তা করবে বাংলাদেশ হাই কমিশন। পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশনে আপনার তথ্য পর্যবেক্ষণ করে তারা আপনাকে দেশে ফিরে আসতে সহায়তা করবে।
যদি পাসপোর্ট হারানো অথবা চুরি হয়ে যায়, তাহলে আপনাকে সাধারণ ডাইরি বা মামলা রুজু করে পুলিশ ইমিগ্রেশন ডাটাবেজে পাসপোর্টটি কালো তালিকাভূক্ত করে অন্য কেউ অবৈধ ভাবে ব্যবহার না করতে পারে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পাওয়া গেলে তারিখ প্রমাণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং আবেদনের জন্য সাধারণ ডাইরির কপি সহ পুনরায় আবেদন করতে হবে যাতে পাসপোর্ট অফিস আপনাকে নতুন পাসপোর্ট প্রদান করতে পারে।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"