Page Nav

HIDE

Breaking News:

latest

শোবিজ অঙ্গনে তারকাদের সারা বছরের হিসেব নিকেশ । কার কি হলো!

বিদায়ের কাছাকাছি ২০২৩ সাল।  শোবিজ অঙ্গনে তারকাদের সারা বছরের হিসেব নিকেশ কষতে গেলেই চলে আসে তাদের ব্যক্তিগত জীবনের কিছুদিক। খুশির উপলক্ষ ছিল...

শোবিজ অঙ্গনে তারকাদের সারা বছরের হিসেব নিকেশ । কার কি হলো!

বিদায়ের কাছাকাছি ২০২৩ সাল। 

শোবিজ অঙ্গনে তারকাদের সারা বছরের হিসেব নিকেশ কষতে গেলেই চলে আসে তাদের ব্যক্তিগত জীবনের কিছুদিক। খুশির উপলক্ষ ছিল নতুন অথিতিদের আগমন। বেশ কয়েকজন তারকার ঘর আলোকিত করে এসেছে নতুন অতিথি। শোবিজের যেসব তারকা মা-বাবা হয়েছেন তাদের খবর নিয়ে এই আয়োজন।


সুমাইয়া শিমু

২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সুমাইয়া শিমু। বিয়ের আট বছর পর যমজ সন্তানের মা হলেন তিনি। গত ৮ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে যমজ পুত্র সন্তান জন্ম দেন তিনি।


মাহিয়া মাহি

মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুই বছর পর ২৯ মাচ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন মাহি। ছেলের নাম রেখেছেন মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার।


সিঁথি সাহা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ২০২২ জানতে পারেন তার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। তিনি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছিল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে পৃথিবীতে নিজের অস্তিত্ব রেখে যাবেন। তাই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অবশেষে সেই শিল্পীর কোল আলো করে এলো সন্তান। ১৯ সেপ্টেম্বর, দূর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে সিঁথির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। তার নাম রেখেছেন সামারা জয়ী।


সামরোজ আজমি আলভী

২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি আমির হাসানকে বিয়ে করে অভিনেত্রী সামরোজ আজমি আলভী। বিয়ের ছয় বছর পর অর্থাৎ ২০১৮ সালে প্রথম কন্যাসন্তানের মা হন তিনি। তার নাম রাখেন আহেলী। এবার পাঁচ বছরের মাথায় দ্বিতীয় কন্যার মা আলভী। ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।


জিয়াউল রোশান

তিনবছর আগে বিয়ে করলেও চলতি বছরের ১০ মে বিয়ের খবর প্রকাশ্যে আনেন জিয়াউল রোশান। জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১১ জুন বিয়ে করেন তাহসিন এশাকে। একই বছর ২৪ মে সন্তানের বাবা হওয়ার খবর দেন তিনি। 


মিলন ভট্টাচার্য

দ্বিতীয়বার বাবা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিলন ভট্টাচার্য। ৭ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী ডা. তারিন মাহমুদ। ছেলের নাম রেখেছেন আদিয়ান। অভিনয় ও পরিচালনা দুই কাজেই নিয়মিত দেখা যায় মিলন ভট্টাচার্যকে।


জিয়াউল হক পলাশ

অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ। বিয়ের খবরটা গেলো বছরের ডিসেম্বরে সামনে এনেছেন তিনি। বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে এসেছে নতুন অতিথি। ৩০ জুলাই সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ।



সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ টেলিগ্রাম

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"