ঢাকার অভিজাত আবাসিক এলাকা হিসেবে গত শতকের ষাটের দশকে ধানমন্ডির গোড়াপত্তন। কেমন ছিল সেই সময়ের ধানমন্ডি? এলাকাটির বিভিন্ন সময়ের ছবি নিয়েই রাজধ...
ঢাকার অভিজাত আবাসিক এলাকা হিসেবে গত শতকের ষাটের দশকে ধানমন্ডির গোড়াপত্তন। কেমন ছিল সেই সময়ের ধানমন্ডি? এলাকাটির বিভিন্ন সময়ের ছবি নিয়েই রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘স্মৃতির পাতায় ধানমন্ডি’। দৃক পিকচার লাইব্রেরির তত্ত্বাবধানে প্রদর্শনীটি আয়োজন করেছে এইচএসবিসি। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
দেখুন প্রদর্শনীর ৫টি ছবি....
|
এই ইটভাটা কালক্রমে হয়েছে বর্তমান আবাহনী মাঠ, ১৯৬৬ ছবি: ডন ম্যাটসন
|
|
কোলাহলহীন ধানমন্ডির পুরোনো ২৬ নম্বর সড়ক, ১৯৯০ছবি: শহিদুল আলম
|
|
ধানমন্ডি লেকের পাড়ে জাহাজবাড়ি, ১৯৯০ দশকছবি: আবদুল মালেক
|
|
ধানমন্ডির ২৭ নম্বর সড়ক দিয়ে (নতুন ১৬) গরুর পাল নিয়ে যাচ্ছে তাদের মনিবছবি: শহিদুল আলম
|
|
শান্ত জলের ধানমন্ডি লেক, ১৯৬৬ ছবি: ডন ম্যাটসন |
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ গুগল নিউজ"
" আঁধার আলো নিউজ টুইটার "
" আঁধার আলো নিউজ ফেসবুক"
"আঁধার আলো নিউজ টেলিগ্রাম"
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"