ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফে...
ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে সব কোচিং সেন্টার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের
সভাকক্ষে রোববার (২৪ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোসণা করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
বলেন, বিগত ১০ বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোন অনিয়ম বা দুর্নীতি হয়নি। এবছরের পরীক্ষাতেও যাতে কোন রকম অনিয়ম, অবহেলা না হয় সে বিষয়ে সব রকম কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।
পরীক্ষা অনুষ্ঠানের
সময় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪ এর ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার এক মাস আগে থেকে অর্থাৎ আগামী ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি/২০২৪ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
ভর্তি পরীক্ষার
আবেদনের সময় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ৪ জানুয়ারি থেকেই। দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১০ জানুয়ারি, ২০২৪ থেকে। আবেদনের শেষ সময় থাকবে ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ। ভর্তির জন্য ফি জমা নেওয়া শুরু করা হবে ২৪ জানুয়ারি থেকে এবং রোল বা আসন বরাদ্দ করা হবে ২৬ জানুয়ারি থেকে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ জানুয়ারি এবং হাজিরা সীট ডাউনলোড করা যাবে ৮ ফেব্রুয়ারিতে। এবছর এমবিবিএস পরীক্ষায় পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ব্রিফিংকালে
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি মেডিকেলের জন্য মোট আসন রয়েছে ৫৩৮০ টি, যার মধ্যে এ বছরই ১০৩০ টি আসন বৃদ্ধি করা হয়েছে। প্রাইভেট মেডিকেলের জন্য আসন রয়েছে ৬৩৪৮ টি এবং আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫ টি আসন বরাদ্দ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায়
অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় পরীক্ষা শেষে কোন তদবির করা ছাড়াই উপযুক্ত মেধাবী প্রার্থীরাই এবছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সহজেই ভর্তির সুযোগ পাবে।
ব্রিফিংকালে
স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি মুবিন খান, বিএমআরসি প্রতিনিধি প্রফেসর শহীদুল্লাহ্, সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এনায়েত হোসেন, বিএমআরসি প্রতিনিধি বর্গ, প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধিবর্গ-সহ উভয় মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সবার আগে পেতে Follow করুন:
" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"