Page Nav

HIDE

Breaking News:

latest

মেগা বাজেটের ছবি থেকে দিশা বাদ, তবে কি নয়নতারা

অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন দিশা পাটানি। নানা সময়ে তাঁর ঝলমলে ছবি নেট–দুনিয়া মাতিয়ে বেড়ায়। দিশার ইনস্টাগ্রামে...

দিশা বাদ, তবে কি নয়নতারা!

অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন দিশা পাটানি। নানা সময়ে তাঁর ঝলমলে ছবি নেট–দুনিয়া মাতিয়ে বেড়ায়। দিশার ইনস্টাগ্রামের পাতাজুড়ে ফিটনেস–সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও ছবি ভক্তদের অনুপ্রাণিত করে। তবে এবার নিজের কাজ নিয়ে আলোচনায় এই নায়িকা।


 পেশাগত দিক থেকে গত কয়েক বছর মোটেও ভালো যায়নি দিশার। তবে ২০২৪ সাল তাঁর জন্য গুরুত্বপূর্ণ। আগামী বছর দিশা অভিনীত তিনটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। এই বলিউড নায়িকাকে দেখা যাবে ‘কলকি ২৮৯৮ এডি’, ‘যোদ্ধা’ ও ‘কঙ্গুয়া’ ছবিতে। দিশার ঝুলিতে ছিল রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘কর্ণ’ ছবিটিও। কিন্তু জোর গুঞ্জন, এই মেগা বাজেটের ছবি থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে দক্ষিণি এক নায়িকার নাম উঠে এসেছে।


মহাকাব্য ‘মহাভারত’-এর অত্যন্ত জনপ্রিয় ‘কর্ণ’-কে নিয়ে ছবি নির্মাণ করতে চলেছেন ‘ভাগ মিলখা ভাগ’ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এই ছবিতে অভিনয় করার কথা ছিল দিশার। তিনি রাকেশের এই ছবিতে অভিনয়ের জন্য উন্মুখ হয়ে ছিলেন। কিন্তু এখন মন বদলেছে নির্মাতার।


 রাকেশ এখন এমন এক নায়িকার সন্ধানে আছেন, যাঁর জনপ্রিয়তা দক্ষিণের পাশাপাশি হিন্দিভাষী রাজ্যগুলোতেও আছে। এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। কিছুদিন আগে তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর প্রধান নায়িকা হিসেবে দেখা গিয়েছিল। এই ছবির পর নয়নতারার জনপ্রিয়তার ঢেউ দক্ষিণ ছাড়িয়ে সারা দুনিয়ার বুকে আছড়ে পড়েছে। শোনা যাচ্ছে, রাকেশ তাঁর বহুল আলোচিত কর্ণ ছবির শুটিং আগামী বছর জানুয়ারিতে শুরু করবেন।



এদিকে আরেক গুঞ্জন দীর্ঘদিন ধরে সিনেমাপাড়ায় উড়ে বেড়াচ্ছে—‘কর্ণ’ ছবির হাত ধরে দক্ষিণি তারকা সূর্যার বলিউডে অভিষেক হবে। দক্ষিণি এই মেগাস্টারকে ছবিতে মূল চরিত্রে দেখা যাবে বলে খবর। তবে এ ব্যাপারে এখনো কিছু আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।


দিশা পাটানি ২০১৫ সালে তেলেগু ছবি ‘লোফার’-এর মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন। 


এই ছবির নায়ক ছিলেন রবি তেজা। দিশার বলিউডে অভিষেক হয়েছিল ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মাধ্যমে। ছবিটি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছিল। ‘এক ভিলেন রিটার্নস’ ছবিতে দিশাকে শেষ পর্দায় দেখা গেছে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।



সবার আগে পেতে Follow করুন:

" আঁধার আলো নিউজ গুগল নিউজ"

" আঁধার আলো নিউজ টুইটার "

" আঁধার আলো নিউজ ফেসবুক

"আঁধার আলো নিউজ টেলিগ্রাম

" আঁধার আলো নিউজ ইউটিউব চ্যানেলে"